"AN EXPATRIATE" -সত্য ঘটনা অবলম্বনে একটি সামাজিক উপন্যাস। এটিকে আত্মজীবনীও বলা চলে। কারণ লেখক শাহাজাদা বসুনিয়া হয়তো উপন্যাসটিতে তার নিজের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরছেন কেন্দ্রীয় চরিত্র শামস্ তাহের এর মাধ্যমে। খুব সহজবোধ্য ইংরেজি ভাষায় কাতারে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের জীবন-যাপনের প্রকৃতি উঠে এসেছে বইটির পাতায় পাতায়।
শামস্ তাহের একজন বাংলাদেশি যুবক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করেন। বরিশাল ক্যাডেট কলেজে কর্মরত থাকা অবস্থায় প্রায়শই হতাশা তাকে পেয়ে বসতো। ক্যাডেট কলেজের বাঁধা-ধরা নিয়মে তিনি হাঁপিয়ে উঠেছিলেন। তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষাও ভর করেছিল। হুট করেই তিনি দেশ ত্যাগ করে কাতারে একটা প্রতিষ্ঠানে লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। তার ধারণা দেশে শিক্ষকতা পেশায় থেকে সামান্য আয়ে জীবন যাপন যেমন কঠিন তেমনি দেশের বাইরে কাতারে শিক্ষকতা হয়তো তাকে অর্থ এবং প্রতিপত্তি অর্জনে সম্ভাবনার দুয়ার খুলে দিবে। হয়তো জীবনটাই পাল্টে যাবে। কিন্তু কে জানতো, তার এই উচ্চাভিলাষী চিন্তাভাবনাই পরবর্তীতে তাকে দারুণ ভোগান্তি এবে দেবে। দুর্বিষহ করে তুলবে প্রবাস জীবন।
জীবনকে আরো সুন্দর করে রাঙিয়ে নেওয়ার চিন্তাভাবনা থেকে অনেক কাঠখড় পেরিয়ে কাতারে পাড়ি জমান শামস্ তাহের। কিন্তু একদম শুরু থেকেই তাকে বাংলাদেশি কমিউনিটির নোংরা রাজনীতির স্বীকার হতে হয়৷ উপন্যাসে তিনি ব্যক্ত করেন, বাংলাদেশে শিক্ষকতা পেশা যেমন অবহেলিত কাতারে তেমনি উচ্চমানের হবে বেতন এবং সম্মান দু-দিক থেকেই। কিন্তু খুব শীঘ্রই তিনি বুঝতে পারেন, কাতারে বাংলাদেশী কমিউনিটিতে কাজ করবার সিদ্ধান্ত তার বিশাল বড় ভুল ছিলো। যা প্রতি পদে পদে তাকে ভোগান্তি এনে দিয়েছিল। তার এই ভোগান্তি গুলোরই বাস্তব চিত্র বর্ণিত হয়েচে উপন্যাসটির পাতায় পাতায়। তবে খুব অল্পদিনে সেখানে তিনি শিক্ষকতা পেশায় যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। লেখালেখিও চালিয়ে গেছেন। সেখানে পত্রিকায় প্রকাশিত তার লেখা, তার প্রকাশিত বই যথেষ্ট খ্যতি অর্জন করেছিলো।
কিন্তু এতসব কিছুর পরেও বাংলাদেশি কমিউনিটির এই নোংরা রাজনীতি পিছু ছাড়েনি তার। নিত্যদিন ভোগান্তির নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছিল। অবশেষে সকল উচ্চাভিলাষী স্বপ্ন আর প্রত্যাশা অপূর্ণ রেখেই তিনি বাড়ির পথে পা বাড়ান। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে, শান্তির নীড়ে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস নেন। বইটি আমাদের শুধু লেখক শাহাজাদা বসুনিয়া নয়, কাতারে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটিতে কর্মরত প্রতিটি মানুষের বাস্তব জীবনের চিত্র উপস্থাপন করে।
------------
এন এক্সপ্যাটরিয়েট ( An expatriate )
শাহাজাদা বসুনিয়া
প্রকাশক: ইঞ্জি. মেহেদি হাসান
প্রকাশনী: বাংলা প্রকাশ
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ২৫০ টাকা
পৃষ্ঠা: ১৩৪
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম