কবিতার স্বাভাবিক অলংকার হলো উপমা। আর উপমাকে যথাযথ প্রয়োগের মাধ্যমেই গড়ে ওঠে কবিতার কলেবর। এক 'তুমি’ শব্দের নানামাত্রিক অর্থদ্যোতনায় কবিতায় ব্যবহৃত হতে পারে। তা সদা নিরীক্ষাপ্রবণপ্রবাসী কবি শিউল মনজুর—এর এগারোতম কাব্য নবনীতা, ভুলে যেও না পাঠান্তরে তেমনটাই উপলব্ধি করা গেল। কবিতার পাশাপাশি লিখেছেন গল্প, উপন্যাস, শিশুতোষ ছড়াগ্রন্থ। বইটির উৎসর্গনামায় রেখেছেন লিটলম্যাগ স্রোত এর সম্পাাদক কবি বদরুজ্জামান জামান—কে।
গদ্যছন্দে লেখা উনিশটি কবিতা নিয়ে ৪৮ পাতার বইটি। প্রথম প্রকাশ, মার্চ— ২০২১। স্বদেশ, প্রেম, প্রকৃতি ও মানবিকতা নিয়ে কবিতাগুলোয় ছন্দ বা অন্ত্যমিলের অনুপস্থিতি থাকলেও নান্দনিক শব্দজালের কুহকি মায়ায় মিলের দোলা অনুভূত হয়। ‘তুমি’ময় কাব্যে ‘তুমি’টা কখনো প্রেমিকা, কখনো রাত, কোথাও স্বদেশ আবার কোথাও—বা প্রকৃতিরূপে ধরা দিয়েছে। কবিতায় কবি খুঁজে ফেরেন অতীতকে, হারানো প্রেয়সীকে, স্বদেশের সুস্থ রাজনীতির সাম্যরূপকে। একইসাথে জানিয়েছেন সব হারানোকে ফিরিয়ে আনার দৃপ্ত আহ্বানও কোনো কোনো কবিতায়। তেমই কিছু পঙক্তি-
নবনীতা, হারিয়ে যেও না
...তোমারই প্রেসনোটের ভাঁজে ভাঁজে জড়িয়ে আছে
নূর হোসেনের আর্তচিৎকার
মিলনের রক্তমাখা শার্টের সারমেয় সমাচার। (নবনীতা, ভুলে যেও না)।
অন্যত্র-
...এখনো যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আছো, তাদের জন্যই ফিরে যেতে হবে।
...জন্মভূমির মাটি কারো একার নয়।
...সাহসী যোদ্ধার মতন দাঁড়াতে হবে। (তোমার দরোজায় বিশ্বমানবতা, দুই)
স্বাপ্নিক কবি নিজের মনে স্বপ্ন বোনেন,
...ধূলোবালি মেখে একা একা ঘুরছি, স্বপ্ন দেখছি, বদলে যাবে একদিন সবকিছু
...যেখানে মানুষ মানুষের জন্য তৈরি করবে ভালোবাসার প্রাণময় নতুন সাঁকো। (ধূলিচিত্র নগরে একা একা— চার)
নারীর প্রতি কবির প্রেম অগাধ আবার পাশাপাশি ঘৃণারও বহিঃপ্রকাশ পাওয়া যায় মায়াবিনী শিরোনাম কবিতায়। সেখানে বিশ্বকাঁপানো ভাইরাস কোভিডের সাথে ‘তুমি’ শব্দে প্রেয়সীর প্রতীকীতে ঘৃণা জ্বলে ওঠে এভাবে-
উহান থেকেই কী তোমার তুফান শুরু-
জলে স্থলে সর্বত্র জমিদারি প্রতাপে,
...মনে হয় দুর্দান্ত কোনো এক জেদি যুবতি।
...নিমিষেই জলের গভীরে বিলীন করে দেয়
এক জনপদ থেকে আরেক জনপদ!
কবির প্রেয়সী কখনো ‘তুমি’ ‘নবনীতা’, কোথাও—বা ‘নবমী’ বা ‘আশালতা’। বিপথগামী প্রেয়সীকে সুপথে ফেরানোর ডাকে লেখা নবমী ও প্রিয় নবমী, তোমাকে কবিতাদুটো। প্রেয়সী মূলত দেশ ও দৈশিক ভাবনার এক প্রতীকায়িত নাম।
স্বদেশপ্রেমী কবির কবিতায় নদী—জল—ঢেউয়ের মতো খেলা করে শব্দেরা। শাদাপৃষ্ঠা জুড়ে সরলভাষ্যে উঠে আসে দেশজ ছ’ঋতুর বয়ান, কুঁড়েঘর, কচুপাতা, কৃষাণ—কৃষাণির সবুজ মাঠ, বেনারসী শাড়ি, কর্মজীবি মহিলা হোস্টেল, পানশালা, পাঠশালা, মাটি, মানুষ ও তৃণের ঘ্রাণ, প্রজাপতি, পালতোলা নৌকা, হাওর, বিল, কলার বন। প্রবাসী মনে স্বদেশী মমতার এমনই সব ছোঁয়া পাওয়া যাবে- শাদাপৃষ্ঠায়, পাতাগৃহের নির্জনতা—নয়, কলমে পেনসিলে শাদাপৃষ্ঠায় এইসব শিরোনাম কবিতাগুলোয়।
বিশ্বময় সংখ্যালঘুর নির্যাতন, মেধাবীদের পীড়ন—দমনে ব্যথিত হতে দেখা যায় কবিকে। তার সে মর্মপীড়াকে নাম দিয়েছেন বেদনাগুচ্ছ। সেইসব বেদনাগুচ্ছের নাম, সিরিয়া, কাশ্মির, উইঘুর, গাজা, ফিলিস্তিন- শানু হাওলাদার, বিশ্বজিৎ, সাগর—রুনি- বেদনার ভাষা পাঠ করো একবার কবিতায়।
মানবতাবাদী কবি শিউল মনজুরকে বিশ্বময় অমানবিতার সহিংসতায় ক্রোধে, দুঃখে কাতর হতে দেখা যায় তিনটি কবিতা নিয়ে তোমার দরোজায় বিশ্বমানবতা কবিতায়। মুদ্রার দু’পিঠ নিয়ে চমৎকার ছন্দমিলে লেখা কবিতা আমাদের মুদ্রা।
মুদ্রার একপিঠে খেলা করে সাকিব আল হাসান
মুদ্রার অন্যপিঠে ঘুরে দাঁড়ায় মোস্তাফিজুর রহমান।
আবার অভিমানকেও মুদ্রা সাথে তুলনা করেছেন এভাবে-
চোখে পড়ে পাতলা অভিমানের রং
প্রতিদিন মুদ্রার মতো
ঝুলে থাকে সে পকেটে (অভিমান)
শত হতাশার মাঝেও প্রত্যাশা করেন কবি- ভালো কিছুর, পাঠশালায় সবুজের মাঠ, প্রীতির বন্দনার আশা করেন, পতাকার হতাশামুক্ত হতে চান একটা কিছু হোক ও দরোজাটা খুলে দাঁড়াও কবিতাদুটোর মাধ্যমে।
সরল উপমাগাথা কবিতার মাঝে যেন নিজেরই চিন্তা, অনুভবকে ছুঁতে পারা যায়। পাঠককে বিমোহিত করে রাখে শেষ পাঠ অব্দি। নির্ঝর নৈঃশব্দের চমৎকার প্রচ্ছদে বুনন প্রকাশন থেকে প্রকাশিত বইটির মুল্য ১২০ টাকা মাত্র। কবি ও কাব্যের সাফল্য কামনা করছি।
**********
নবনীতা, ভুলে যেও না
শিউল মনজুর
প্রচ্ছদশিল্পী: নির্ঝর নৈঃশব্দ্য
প্রকাশনী: বুনন প্রকাশন / বাংলাদেশ
প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০২৩
পৃষ্ঠাসংখ্যা: ৪৮
মূল্য: ১২০ টাকা
ISBN: 978-984-94725-2-0
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম