"কি হবে কুড়িগ্রামে পারমাণবিক হামলা হলে?" - শিরোনাম দেখেই চমকে উঠি। এই একটা লাইন মুহূর্তেই হৃদয়ে কম্পন সৃষ্টি করে। গত ২১শে অক্টোবর ২০২৩ তারিখে কুড়িগ্রামে অনুষ্ঠিত আর্ট ফেস্টিভ্যালে হিজিবিজির স্টল থেকে সংগ্রহ করি হিজিবিজির সদ্য প্রকাশিত (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) সংখ্যাটি। নজরকাড়া শিরোনাম দেখে তাৎক্ষণিক চোখ বুলিয়ে নিতেই এ সংখ্যাটিকে একদম ব্যতিক্রমী মনে হয়। গত জুলাইয়ে আয়োজিত "হিজিবিজি কর্মশালা -১ : কন্টেন্ট রাইটিং এর ক খ গ" এর ফলাফল হয়তো এটি।
'কী হবে কুড়িগ্রামে পারমাণবিক হামলা হলে?' - এই শিরোনামে কাবিরু এনাম কাহ্ফের কলমে শুধু ফলাফল তুলে ধরা হয়নি। উত্তর খুঁজতে গিয়ে লেখক তুলে এনেছেন, পারমাণবিক বোমা কি?, পারমাণবিক বোমার ইতিহাস, কীভাবে এই পারমাণবিক বোমা কাজ করে? যদি এই লিটল বয় দুর্ঘটনাবসত কুড়িগ্রাম জেলার শাপলা চত্বরে পড়ে! কী হবে? এতকিছুর পরও আপনি বেঁচে গেলে কী হবে? -আদ্যপান্ত বিবরণ। যদিও আমাদের ছোট্ট শহর প্রিয় কুড়িগ্রামে এমন কিছু ঘটার সম্ভবনা নেই। কিংবা চাই না কখনো এমনটা ঘটুক।
উম্মে মায়েদা কুয়াশা 'দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান' শিরোনামে পাঠকে ভ্রমণ করিয়ে আনেন ইতিহাসের আরেক অধ্যায় থেকে। ফাতিহা তাফসীর বর্ষা লিখেছেন 'অ্যামাজন ও জেফ বেজস' সম্পর্কে। যা আমাদের ভাবতে শেখায়, স্বপ্নবাজ মানুষ হতে শেখায়। 'বিশ্বজুড়ে অ্যামাজনের প্রতিদ্বন্দী' -শিরোনামে সান্নিধ্য বর্মা স্বরূপ তুলনামূলক আলোচনা করেছেন ই-বে, ফ্লিপকার্ট, আলিবাবা গ্রুপ, নেটফ্লিক্স সহ আরো বেশকিছু মার্কেটপ্লেস সম্পর্কে। আরিফ রায়হান 'সংক্ষেপে ফটোগ্রাফি' শিরোনামে ফটোগ্রাফি সম্পর্কে পাঠককে মোটামুটি একটা ধারণা দিতে সক্ষম হয়েছেন। হিজিবিজি সম্পাদক রাজ্য জ্যোতির ফেইসবুক পোস্টে এক লাল জ্যাকেট পরিহিতা অপরিচিতার উদ্দেশ্য প্রায়শই কিছু খোলা চিঠি চোখে পরে। এই সংখ্যায় প্রকাশিত খোলা চিঠিটি আপনাকে সেই অপরিচিতার রহস্যজট খুলে দিবে। রয়েছে কচিকাঁচাদের একগুচ্ছ কবিতা, গল্প, প্রবন্ধ। নাসিমা আক্তার তুলির 'কথা' নামক লেখাটি আমায় মুগ্ধ করেছে। কি সুন্দর ভাবনা!
কি নেই এখানে? ফিকশন, কেস স্টাডি, ইতিহাস, কুইজ, চিঠি, কবিতা, কমিক্স, ক্যানভাস - এসব কিছুতে ঠাসা একটি সংখ্যা। সর্বশেষ পৃষ্ঠায় সংযুক্ত করা হয়েছে হিজিবিজি অ্যাক্টিভিটিজ। আপনার বাসায় কিংবা আশেপাশে পরিচিত শিশু-কিশোরদের হাতে ধরিয়ে দিতে পারেন হিজিবিজির এ সংখ্যাটি। তাদের চিন্তার জগৎকে কিছুটা হলেও আলোড়িত করবে বলে আমার বিশ্বাস। সম্পাদক রাজ্য জ্যোতির একাগ্রতা এবং হিজিবিজি টিমের মননশীল ও নিবেদিত প্রত্যেক সদস্যই প্রশংসা পাবার যোগ্য।
এগিয়ে যাক হিজিবিজি, সমৃদ্ধ হোক কুড়িগ্রামের সাহিত্য অঙ্গন। অনেক অনেক শুভকামনা।
++++++++
হিজিবিজি (ম্যাগাজিন)
অক্টোবর-ডিসেম্বর ২০২৩ সংখ্যা
সম্পাদক: রাজ্য জ্যোতি
পরিবেশক: ঘাসফুল
মূল্য: ৫০৳
পৃষ্ঠা: ৫০
কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে প্রকাশিত।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম