আদিবাসিতার ঝরনাতলায় - হাফিজ রশিদ খান

আদিবাসিতার ঝরনাতলায় - হাফিজ রশিদ খান

এই বই তিন পার্বত্য জেলা রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ির তিন প্রজন্মের কবি, চারুশিল্পী, সাহিত্যিক, গায়ক, শিক্ষক ও শিক্ষাবিদ, গবেষক, উন্নয়নভাবুক, নারীনেতৃত্ব, লিটলম্যাগ সম্পাদক, প্রকাশক, সমাজকর্মী, বাগানবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, আদিবাসী শিশুদের শিক্ষা, ভাষাচিন্তা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি, আদিবাসী কর্তৃক লিখিত ও প্রকাশিত বই, বাংলাভাষী লিখিত আদিবাসী বিষয়ক গ্রন্থ, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী, নাটক ও নাট্যকার, পাহাড়ের ভাষা ও বাংলা ভাষায় রচিত কবিতা, গানের মানুষ, মণিপুরী কবি ও কবিতা, গারো কবি ও কবিতা প্রভৃতি বিষয়কে খুব কাছ থেকে দেখা ও বুঝতে চাওয়ার এক অকপট দলিল হতে চায় বাংলাদেশের মানুষ ও চলমান সময়ের হাতে।

প্রসঙ্গক্রমে লেখক জানান -

এই 'আদিবাসিতার ঝরনাতলা'কে ২০২১ সালের মহান একুশের বইমেলায় প্রকাশিত আমার ২৪টি প্রবন্ধ সম্বলিত 'আদিবাসী সাহিত্যের দিগবলয়' এবং 'নির্বাচিত কবিতা : আদিবাসীপর্ব' (২০২২) গ্রন্থের পরিপূরক বলা যাবে।


প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ
প্রকাশক: অক্ষরবৃত্ত প্রকাশন
প্রকাশকাল: মহান একুশের বইমেলা ২০২৪

মতামত:_

0 মন্তব্যসমূহ