কথাসাহিত্যিক
মৌসুমী কাদের মূলত চারটি ধারায় গল্প লেখেন। প্রথম ধারায় রয়েছে প্রান্তিক মানুষের যাপিত জীবন ও রাজনৈতিক দ্বন্দের গল্প। দ্বিতীয় ধারায় রয়েছে ‘ডায়াসপোরা’- পশ্চিমের বরফ গলে ভেসে ওঠে পূর্বের জল। সে জলে ভাসতে থাকে বাংলাদেশ, ফেলে আসা প্রিয় মানুষের মুখ, প্রকৃতি ও জীবন। তৃতীয় ধারায় রয়েছে ‘জাদুবাস্তবতা - দ্বন্দ ও রহস্যময়তায় ঘেরা গল্প’- সেখানে মানুষ, বিড়াল, বানর, জাদুকর, স্বয়ং গল্পের চরিত্র হয়ে ওঠে। চতুর্থ ধারায় রয়েছে ‘নারীবাদী গল্প’- সেখানে নারীর জীবনবোধ ও বেদনাই কেবল প্রাধান্য পায়।
‘বিভ্রম’ মৌসুমী কাদের এর দ্বিতীয় গল্প গ্রন্থ। এবং স্বভাবতই এটি প্রথম গল্পগ্রন্থ ‘বাদামী জুতো এবং অন্যান্য গল্প’ থেকে একটু আলাদা। মৌসুমীর বেশীর ভাগ কাজই কল্পকাহিনী ও বাস্তবধর্মী রচনার সমন্বয়। এতে একটি বানর যেমন গল্পের প্রধান চরিত্র, তেমনি একজন উচ্চ পর্যায়ের সরকারী কর্মকতাও গল্পের মূল চরিত্র। এছাড়াও রয়েছে একাত্তরে হারিয়ে যাওয়া বোনকে নিয়ে লেখা একটি গল্প যেসব কাহিনী আজকাল আমরা ভুলতে বসেছি। এই গল্পগ্রন্থটিতে মৌসুমী তাঁর স্বভাবময়তায় লিখেছেন সেই সব গল্প যেসব রহস্যজাল তৈরী করতে লাগে এক অভাবনীয় চিন্তন শক্তি ও দক্ষতা। ‘ফারনান্দোর বিড়াল’, বা ‘প্রতিবেশীর চিঠি’ গল্পগুলো সেইধরণের গল্প। আবার ‘শিরদাঁড়া’ গল্পে পাওয়া যাবে ‘নারী’ হয়ে ওঠার এক কঠিন শোক।
মৌসুমী কাদের গল্প লেখাকে সহজভাবে নেননি। তিনি গল্পকে নির্মাণ করেছেন, নিরীক্ষা করেছেন, পাঠকের জন্য নতুন পথ তৈরী করেছেন। সেই পথের পথিক মৌসুমীর বৈচিত্রময় পৃথিবীকে দ্বিতীয়বার পড়ে দেখুন।
**********
বিভ্রম
মৌসুমী কাদেরপ্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
প্রকাশক : অঙ্কুর, ঢাকা
ISBN 978 984 97502 7 7
প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০২৪
বইমেলার স্টল নং: ১৪,১৫,১৬
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম