অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও লেখক রফিক মুয়াজ্জিনের কবিতার বই ‘বুকের মধ্যে বালিকা বিদ্যালয়’। বইটি প্রকাশ করেছে ‘দশমিক’। প্রচ্ছদ করেছে আল নোমান।
৪২টি জীবনঘনিষ্ট কবিতায় সাজানো ‘বুকের মধ্যে বালিকা বিদ্যালয়’-এর দাম ২০০ টাকা।
অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মুক্তমঞ্চের কাছে লিটলম্যাগ চত্বরের ৭ নম্বর স্টলে পাওয়া যাবে ‘বুকের মধ্যে বালিকা বিদ্যালয়’।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম