এই নগরীর যত সাহিত্যবাসর- কামরুল হাসান

এই নগরীর যত সাহিত্যবাসর- কামরুল হাসান

বইটি প্রসঙ্গে লেখক বলেন, “'এই নগরীর যত সাহিত্যবাসর' রাজধানীর বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান নিয়ে গত কয়েক বছর ধরে লেখা আমার বর্ণনামূলক গদ্যের নির্বাচিত গ্রন্থ। নগরীতে সাহিত্য অনুষ্ঠান হয় বা হয়েছে অসংখ্য। তাদের সকলকে ধারণ করা অসম্ভব ব্যাপার। আমি কিছু অনুষ্ঠানকে ধারণ করার চেষ্টা করেছি, যার ভেতর দিয়ে রাজধানীর বহুবিচিত্র ও বহুমাত্রিক অনুষ্ঠানগুলোর একটি হৃদস্পন্দন টের পাওয়া যেতে পারে। আমি যেহেতু সাংবাদিক নই, বরং কবি, আমার লেখায় সাংবাদিকসুলভ নিরেট ভাষ্য নেই, রয়েছে কাব্যিক স্পর্শ। আমার গদ্যের নিজস্ব ভঙ্গি, সুললিত টান ও ডিটেইলস অনেক লেখকের, তাদের মাঝে মহারথীরাও আছেন, মনোযোগ ও প্রশংসা পেয়েছে। এসব লেখার একটি দালিলিক ও কালিক মূল্য আছে। অনেকেই আমাকে সম্বোধন করেন আমাদের কালের একজন 'সাংস্কৃতিক দূত' হিসেবে।”

প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য

মতামত:_

0 মন্তব্যসমূহ