অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত এই বই প্রসঙ্গে লেখক হাসনাত আবদুল হাই বলেন,
'একদা, সোভিয়েত ইউনিয়নে’, ধারাবাহিকের এ নাম দুই অর্থে। প্রথমত, আমি একদা সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলাম, এ লেখা সেই সফরের অভিজ্ঞতার ওপর। দ্বিতীয় অর্থ হলো, একদা সোভিয়েত ইউনিয়ন বলে একটি দেশ ছিল, সে দেশের কাহিনী বলার চেষ্টা করা হয়েছে এখানে। বর্ণনা করা হয়েছে দুই ভাবে:
- (ক) ভ্রমণ অভিজ্ঞতা হিসেবে
এবং
- (খ) বই পড়ে কিছু প্রাসঙ্গিক বিষয়ের তথ্য পরিবেশনার মাধ্যমে।
**********
একদা, সোভিয়েত ইউনিয়নে
হাসনাত আবদুল হাই
প্রচ্ছদ: লেখকের ডিজাইনে রঙ মোস্তাফিজ কারিগর
দাম: ৮৮০
প্রকাশক: অন্যপ্রকাশ
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম