জনপ্রিয় কবি ও গীতিকার কামরুজ্জামান কামুর নতুন বইয়ের জন্য পাঠকদের প্রত্যাশা এবারের বইমেলায় পুরণ হতে চলেছে। প্রকাশিত হয়েছে তাঁর নতুন কবিতার বই ‘এখানে শিয়ালমুখী ফুল হয়ে ফুটে আছো’। কবিতা রয়েছে মোট ৬৩টি।
কামরুজ্জামান কামুর কবিতার বই ‘এখানে শিয়ালমুখী ফুল হয়ে ফুটে আছো’ প্রসঙ্গে কবি বলেন,
আমাদের সব গ্রামে পথেপ্রান্তরে যেখানে-সেখানে আদিকাল থেকে নাক ফুলের মতো একটা ফুল ফুটে থাকে, ফুলের নাম— শিয়ালমুখী! সবারই চেনা, কিন্তু কোনোদিন কোনো কবিতায় এই পরম পুষ্পটির নাম কেউ নিল না—অবাক কাণ্ড!
ওগো ফুল, হৃদয়ের ইসমে আজম, আমি তোমাকে ভালোবাসি! তাই তোমার নামেই এই কবিতার বইয়ের নাম দিলাম— ‘এখানে শিয়ালমুখী ফুল হয়ে ফুটে আছো’। যেদিন মরে যাব, সেদিনও বিষণ্ণ মনে এইভাবে তুমি ফুটিয়ো বাংলায়!
**********
এখানে শিয়ালমুখী ফুল হয়ে ফুটে আছো
কবি: কামরুজ্জামান কামু
প্রচ্ছদ: রাজীব দত্ত
প্রকাশক: বৈতরণী
পৃষ্ঠা: ৭২
দাম: ২৯০টাকা
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম