কবিতার মায়াহরিণ কবির মঙ্গলযাত্রা - কামরুল হাসান

কবিতার মায়াহরিণ কবির মঙ্গলযাত্রা - কামরুল হাসান


‘কবিতার মায়াহরিণ কবির মঙ্গলযাত্রা’য় প্রবন্ধ আছে ২৮টি। তাতে নজরুল, জীবনানন্দ যেমন আছেন তেমনি আছেন শামসুর রহমান, বিনয় মজুমদার। ষাটের চার কবি- সিকদার আমিনুল হক, আবদুল মান্নান সৈয়দ, হায়াৎ সাইফ ও মাহবুব সাদিকের কবিতা নিয়ে বিস্তারিত গদ্য রয়েছে।  রয়েছে ষাট দশকের কবিতা নিয়ে আলোচনা। সত্তর দশকের কয়েকজন কবি- ফারুক মাহমুদ, মিনার মনসুর, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, জাহাঙ্গীর ফিরোজ, গোলাম কিবরিয়া পিনুর কবিতা নিয়ে প্রবন্ধ রয়েছে। আশির দশকের কবি- খোন্দকার আশরাফ হোসেন, রেজাউদ্দিন স্টালিন, রাজু আালাউদ্দিন, হাফিজ রশিদ খান ও বুলান্দ জাভীরের কবিতার বিশ্লেষণ রয়েছে গ্রন্থটিতে। গাণ্ডীব গোষ্ঠীর সাহিত্যকৃতি নিয়ে রয়েছে একটি ভিন্নমাত্রার প্রবন্ধ। নব্বই দশকের কবিতা নিয়ে একটি বিস্তারিত গদ্য রয়েছে এ গ্রন্থে। রয়েছে শামীম কবীরের কবিতাসমগ্র ও  মাসুদ খানের একটি কবিতা নিয়ে আলোচনা। কবিতার গতিপ্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে তিনটি প্রবন্ধ যার শেষটি হলো বইটির নাম।

প্রকাশক : চৈতন্য
প্রকাশকাল: বইমেলা ২০২২
প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য

মতামত:_

0 মন্তব্যসমূহ