মৃত্যু পেরিয়ে জীবন- জিম ম্যাকিনলি | ভাষান্তর- নাহার তৃণা

মৃত্যু পেরিয়ে জীবন: লেখক: জিম ম্যাকিনলি- ভাষান্তর: নাহার তৃণা



মনেপ্রাণে একজন বাংলাদেশির চেতনায় জেগে থাকা বাতিঘরের নাম মুক্তিযুদ্ধ। যে যুদ্ধ আমাদের স্বাধীন একটা ভূখণ্ড আর পতাকার অধিকার দিয়েছে। নিজেদের আগামী বিসর্জন দিয়ে সেদিন যাঁরা লড়ে ছিলেন, প্রাণ-মান দিয়েছিলেন, জানি তাঁদের ঋণ শোধবার সাধ্য আমাদের মতো সাধারণের নেই। তাঁদের অবদানের কথা মনে করে তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা জানাতে পারি।  সেই সীমিত সাধ্যের বৃত্তে দাঁড়িয়ে জিম ম্যাকিনলির এই বইটা অনুবাদ করা।

আমাদের স্বাধীনতার সময়টা ছিল ঠান্ডা যুদ্ধের কাল। পৃথিবী ছিল দুটো শিবিরে বিভক্ত। একদিকে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। মার্কিন প্রশাসন পাকিস্তানের পক্ষ নিয়েছিল। সোভিয়েতের সহানুভূতি ছিল বাংলাদেশের দিকে। আমাদের অনেকের ধারণা, মার্কিন প্রশাসনের মতোই বুঝি ছিল যুক্তরাষ্ট্রের জনগোষ্ঠীর আচরণ। আদতে পরিস্হিতি ছিল একেবারেই ভিন্ন। দেশটির অধিকাংশ সাধারণ জনগণ সরকারি আচরণের বিরুদ্ধে ছিলেন। জিম ম্যাকিনলি তাঁদেরই একজন। অনন্য সাধারণ একজন মানুষ-- মিশনারি। যুদ্ধের সেই সময়টাতে গোটা পরিবার নিয়ে তিনি বাংলাদেশে ছিলেন। দেশটির স্বাধীনতার জন্য কায়মনোবাক্যে শুভকামনা গচ্ছিত রেখেছিলেন। এমন এক মানুষের স্মৃতিকথা পড়বার আনন্দ-বেদনার অনুভূতিটুকু বাংলাভাষী পাঠকের সাথে ভাগাভাগির তাগিদে 'ডেথ টু লাইফ' অনুবাদে আগ্রহী হওয়া। 'মৃত্যু পেরিয়ে জীবন' জিম ম্যাকিনলির একাত্তরের স্মৃতিকথা মূলক বই।


**********
বইয়ের নাম: মৃত্যু পেরিয়ে জীবন
লেখক: জিম ম্যাকিনলি
ভাষান্তর: নাহার তৃণা
বইয়ের ধরণ: স্মৃতিকথা
প্রচ্ছদ: আইয়ুব আল আমিন
প্রকাশক: অনুপ্রাণন প্রকাশন, ঢাকা।
মূল্য: ৩৫০/=

আইএসবিএন: 978 984 98038-8-1

বইমেলার স্টল নং: ৮৫-৮৬

মতামত:_

0 মন্তব্যসমূহ