অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশ হয়েছে শঙ্খচূড় ইমাম রচিত কবিতার বই 'পোড়া কপালের ছাইদানি'। বেশ উৎসাহ নিয়ে বইটি প্রসঙ্গে কবি বলেন,
জীবন পুড়িয়ে যে কপাল তৈরি হয়- তাও দেখি পুড়ছে ছলনার আগুনে। তার একটা ছাইদানি তো থাকতেই পারে! মানুষের জীবনে সেই ছাই হয়তো ফিরে আসে অন্য কিছু হয়ে। অন্য আলোয়। আসুক!
**********
পোড়া কপালের ছাইদানি
কবি: শঙ্খচূড় ইমাম
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৪
প্রচ্ছদ: শঙ্খচূড় ইমাম
প্রকাশক: বাউণ্ডুলে প্রকাশনী
মূল্য: ২০০ টাকা
পাওয়া যাচ্ছে- অমর একুশে বইমেলা ২০২৪, স্টল নাম্বার: ৩১০, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম