এইচ বি রিতা'র মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে রচিত গল্পের বই ‘
পৃষ্ঠার বাইরে’৷
জীবনের সব গল্প শুধু পৃষ্ঠার ভিতরে সংকলন করা সম্ভব নয়। কিছু গল্পের কাহিনী বুঝতে হলে তাকে ছড়িয়ে দিতে হবে পৃষ্ঠার বাইরে। আর এইরকম চৌদ্দটি ছোটগল্প নিয়ে এইচ বি রিতা’র গল্পের বই 'পৃষ্ঠার বাইরে।' প্রকাশ হয়েছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শামীম আরেফীন। বইটি এখন পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় স্টল নম্বর ১৪৭-১৪৮।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম