সত্য ঘটনার আলোকে রচিত অতিপ্রাকৃত উপন্যাস "সাহর"।
বই সম্পর্কেঃ
বড় হুজুর বলেন, শয়তান কাউকে নিজের দলে আসতে বাধ্য করে না। করতে পারেও না, সেই ক্ষমতাও তার নাই। সে শুধু আহ্বান করে, ফূস-মন্ত্র দেয়, ওয়াসওয়াসা দেয় আর তাতেই যারা সাড়া দেয় তারা বিপথে যায়।
প্রাচীন বিশ্বদর্শনে সব কিছুর শক্তি তার উৎপত্তিতে থাকে। তাই কোন বস্তু, প্রাণী কিংবা উদ্ভিদের উৎপত্তি জানা তাদের উপর একটি জাদুকরী ক্ষমতা অর্জনের সমতুল্য বলে বলা হয়ে থাকে। যেভাবে কোন কিছু তৈরি করা হয় তা সেই জিনিসটির প্রকৃতি। প্রকৃত বা উৎপত্তির ওপর নিয়ন্ত্রণ লাভ করা গেলে, সম্পূর্ণর উপর নিয়ন্ত্রণ লাভ করা সম্ভব হয়। বড় হুজুরের খোলা বিলের মাঝখান দিয়ে চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে আকবর ফিদা। দর্শনের পাঠটুকু নিজের মনে আওড়ায়। যতক্ষণ বড় হুজুরকে দেখতে পাওয়া যায় তাকিয়ে থাকে। একসময় আর তাকে দেখতে পাওয়া যায় না।
পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র অসংখ্য বইয়ের দোকানে এবং আপনার পছন্দের সকল অনলাইন বুকশপে! বইমেলায় থাকবে প্রথম দিন থেকেই আফসার ব্রাদার্স ৫৩০-৫৩৩ নং স্টলে।
**********
সাহর
শাহরিয়ার খান শিহাব
প্রচ্ছদঃ আবরার আবীর
প্রকাশকঃ আফসার ব্রাদার্স।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম