সিলেটের তাম্রশাসন- জফির সেতু

সিলেটের তাম্রশাসন- জফির সেতু

আপাতদৃষ্টিতে সিলেটের মনে হলেও এ বইয়ের বিষয় উত্তরপূর্ব ভারত, বিশেষ করে বক্তা-কামরূপের প্রাচীন রাজন্যদের কর্তৃক ব্রাহ্মণ-অভিবাসন এবং অভিবাসনের অভিঘাতে ইতিহাস ও সমাজ-সংস্কৃতিতে এর প্রতিক্রিয়া ও রূপান্তর অনুসন্ধান করা হয়েছে। একইসঙ্গে উন্মোচিত হয়েছে প্রাচীন ভারতেতিহাসের প্রেক্ষাপটে ষষ্ঠ থেকে দ্বাদশ শতক পর্যন্ত সিলেট-ইতিহাসের ধারাক্রম, নৃতত্ত্ব, ভূগোল, প্রকৃতি, কৃষি, অর্থনীতি, বিদ্যাচর্চা, ধর্মতত্ত্ব, শিল্প ও সাহিত্য। তাম্রশাসনের ভাষা-সাহিত্য অনুষঙ্গে উঠে এসেছে সংস্কৃত অভিলেখ-সাহিত্যের তাত্ত্বিক নানাদিক, সংস্কৃত কাব্যরীতি ও গদ্যরীতি, কাব্যতত্ত্ব ইত্যাদি। এছাড়া ভাষাতাত্ত্বিক আলোচনার সকো বিধৃত হয়েছে ভারতীয় লিপিতত্ত্ব-উত্তরপূর্ব অঞ্চলের প্রত্নলিপির বিবর্তন ও ঘরানা প্রভৃতি। সিলেটের তাম্রশাসন: ইতিহাস, সমাজ ও সংস্কৃতি জফির সেতুর একটি শ্রমলব্ধ ব্যতিক্রমধর্মী গবেষণা।

**********
'সিলেটের তাম্রশাসন: ইতিহাস, সমাজ ও সংস্কৃতি'
লেখক: জফির সেতু
প্রকাশক: নাগরী
দাম: ৫২০ টাকা

মতামত:_

0 মন্তব্যসমূহ