দ্য ডার্ক লাইট - নিমগ্ন দুপুর

নিমগ্ন দুপুর রচিত রহস্যোপন্যাস 'দি ডার্ক লাইট'

নিমগ্ন দুপুর রচিত রহস্যোপন্যাস 'দি ডার্ক লাইট' প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়।

চারশ বছর পর পুনরায় ঘটতে চলেছে মহাজাগতিক সম্মেলন! এই রাতের উদ্দেশ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে সাধনায় লিপ্ত থাকে অতিপ্রাকৃত অশুভ শক্তিরা। ডার্ক লাইটের প্রভাবে তাদের ক্ষমতা এ সময় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়। অসীম ক্ষমতাসম্পন্ন ব্ল্যাক মুন স্ক্যার্স চিহ্নিত সোলরা ডার্ক লাইটের চূড়ান্ত তিথিতে অপেক্ষাকৃত শক্তিহীন হয়ে যায় বলে অপশক্তিগুলো সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা সাজায়। তবে কি এই তিথি ঘিরে তারা বুনছে অতিপ্রাকৃতের ইতিহাসে বৃহৎ কোনো মহাযুদ্ধের জাল? এদিকে অধিক ক্ষমতাসম্পন্ন এরহান বংশের রাজকুমার শামির ভালোবেসে ফেলে চিরশত্রু ব্ল্যাক মুন স্ক্যার্স সোল নিভৃতাকে! তার প্রেম কি খুঁজে পাবে গন্তব্য?

সেই রহস্য উন্মোচনে আপনাকে স্বাগতম নিমগ্ন দুপুরের ‘দ্য ডার্ক লাইট’-এর অলৌকিক জাদুঘেরা অন্ধকার জগতে। দারুণ রহস্য, রোমাঞ্চ আর টানটান উত্তেজনায় ভরপুর এ বই৷

**********
‘দ্য ডার্ক লাইট’
লেখক: নিমগ্ন দুপুর
পৃষ্ঠা: ১৭৬
দাম: ৪০০টাকা
প্রকাশক: পাঞ্জেরী পাবলিকেশন্স

মতামত:_

0 মন্তব্যসমূহ