প্রয়াসী - দিনাজপুর জেলা উদীচী'র শিল্প-সাহিত্য ভিত্তিক বার্ষিক বৈশাখী প্রকাশনা। ১৩৯৪ বঙ্গাব্দ থেকে ১৪৩১ বঙ্গাব্দ অবধি ৩০ টি সংখ্যা (তিনটি যৌথ সংখ্যাসহ ২৭ টি বই ) প্রকাশিত হয়েছে। প্রথম থেকে চতুর্থ এবং ৬ষ্ঠ থেকে ১৪শ এই ১৩ টি সংখ্যার( ১১ টি বই) সম্পাদনায় ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব হাবিবুল ইসলাম বাবুল। ১৫শ সংখ্যাটির ( ১টি বই) সম্পাদনায় ছিলেন জনাব মোল্লাহ্ শরীফ। ৫ম ও ১৬শ থেকে ৩০ তম সংখ্যা পর্যন্ত ১৬ টি সংখ্যার (১৫ টি বই) সম্পাদনার দায়িত্বে ছিলেন জনাব জলিল আহমেদ। ১ম সংখ্যার প্রচ্ছদ নেয়া হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন এঁর 'বিদ্রোহী' চিত্র অবলম্বনে।
২য়, ৩য় ও ৬ষ্ঠ সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন জনাব কাজী আব্দুর রহমান। ৫ম, ৭ম থেকে ১৪শ এবং ১৬শ থেকে ২৩ তম সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন শিল্পী জাহিদ মুস্তাফা।
২৪ ও ২৫ তম সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন শিল্পী অনিন্দিতা হাবিব মোহনা। ২৬ থেকে ৩০ তম সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রাফাত আহমেদ বাঁধন।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম